আনোয়ার হোসেন শাহীনঃ
“মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার”-এই স্লোগানের বাস্তব প্রতিফলন ঘটানোর লক্ষ্য নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) মাধ্যমে ময়মনসিংহের গৌরীপুরে ১ অক্টোবর (বৃহস্পতিবার) রামগোপালপুর বাসস্টেন হতে শ্যামগঞ্জ জিসি ভায়া গৌরীপুর বালুয়াপাড়া মোড়ে উদ্বোধন করা হলো ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’অক্টোবর-২০২০।
সংস্কার কাজ উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহেদুল হক।তিনি বলেন,মুজিব বর্ষ উপলক্ষে আমরা উপজেলার সবকটি রাস্তার খানা খন্দ সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তুলবো। মানুষ যেনে রিল্যাক্সে চলাচল করতে পারে। তিনি আরো বলেন, একটু সচেতন দৃষ্টি নিয়ে আপনার অাঙ্গিনার রাস্তা ভাঙ্গার হাত থেকে রক্ষার জন্য আপনাকেই রক্ষানাবেক্ষনের দায়িত্ব নিন,কারন এ রাস্তা আপনার আপনিই এই রাস্তা দিয়ে চলাচল করবেন। এটাই হোক মুজিব বর্ষের শপথ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, সার্ভেয়ার আতিয়ার রহমান, কার্য সহকারী সামসুল আলম,মোঃ ওয়াহেদ আলী, সি ও মোঃ আববর আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য সারাদেশে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য অক্টোবর, ২০২০ এবং মার্চ, ২০২১ কে রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা করা হয়েছে।