২৭০ ম্যাজিক সংখ্যা থেকে মাত্র ১৭ ভোট দূরে বাইডেন

juel / ১৯৭ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

ষ্টাফ ‍রিপোর্টার, আবু কাউছার চৌধুরী —-

ভোটের রাতের টান টান উত্তেজনা। তীব্র উদ্বেগ আর উৎসাহ নিয়ে নির্ঘুম সমর্থকদের অপেক্ষা। রাত ভোর হওয়ার আগেই কারো বিজয়োৎসব আর কারো হৃদয়ভাঙা যন্ত্রণা—এই চেনা চিত্রে এবার আর নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বরং কয়েক ঘণ্টার ওই উত্তেজনা এবার কয়েক দিন জিইয়ে থাকবে বলেই মনে হচ্ছে। ভোট গণনা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনার পারদ। নির্বাচনের এক দিন পার করার পর ফলাফলের যে চিত্র হাতে এসেছে, তাতে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেয়েছে ষ্ট্যাম্প শিবিরের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিনত করেছেন। এ রাজ্যের ১০টি ইলেকটোরাল কলেজের ভোট পড়েছে তার ঝুলিতে। এ নিয়ে ২৫৩ টি ইলেকটোরাল কলেজের দখল করেছেন বাইডেন,যা ম্যাজিক সংখ্যা ২৭০ থেকে মাত্র ১৭ ভোট দূরে।

যুক্তরাষ্ট্রে ভোটের হিসাব অঙ্গরাজ্যভিত্তিক। সেখানেও রয়েছে ইলেকটোরাল কলেজের জটিল গণিত। অঙ্কের জটিলতাকে সঙ্গে রেখেই এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩ টা) জো বাইডেন পেয়েছেন ২৫৩টি ইলেকটোরাল ভোট। ডোনাল্ড ট্রাম্প ২১৪টি। ভোট হয়েছে ৫০ অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে। সব মিলিয়ে ইলেকটরের সংখ্যা ৫৩৮টি। আর জয়ের জাদুসংখ্যা ২৭০। আরো ৬ রাজ্যের ফল ঘোষণা বাকি। এই ৬ রাজ্যে থেকে মাত্র ১৭ টি ভোট পেলেই যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিবেন মাইক বাইডেন।

(সুত্রঃবিবিসি নিউজ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর