ষ্টাফ রিপোর্টার, আবু কাউছার চৌধুরী ##
মার্কিন নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলার পর ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে চলেছেন তিনি।
হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি ব্যাপারে ইতোমধ্যে ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন বাইডেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, সংখ্যাগুলো আমাদের বলছে… এটা স্পষ্ট এবং বলা যায় যে, আমরা জিততে চলেছি।
মার্কিন গণমাধ্যমের প্রকাশ করা হিসাব অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার ভোটযুদ্ধে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় দেখা গেছে, নেভাদা ও পেনসিলভানিয়া রাজ্যে ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে গেছেন এ প্রার্থী।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, মাত্র ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট থাকা নেভাদায় বাইডেন পেয়েছেন ছয় লাখ ৩২ হাজার ৫৫৮ ভোট, যা শতাংশের হিসাবে ৪৯.৮ ভাগ। এখানে ট্রাম্প ছয় লাখ ৯ হাজার ৯০১ ভোট পেয়ে (৪৮ শতাংশ ভোট) পিছিয়ে আছেন।
আর পেনসিলভানিয়ায় রয়েছে ২০টি ইলেকটোরাল ভোট। এখানে ৩৩ লাখ ৩৬ হাজার ৮৮৭ ভোট (৪৯.৬ শতাংশ) পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্প পেয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ৫৪ ভোট (৪৯.১ শতাংশ)।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ‘ঐতিহাসিক জয় পেতে যাচ্ছেন’ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘স্পষ্টত আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এ নির্বাচনে আমরা জয়ী হতে চলেছি। বিজয় ঘোষণা শুধু সময়ের ব্যাপার। ’
অপরদিকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
এ পর্যন্ত বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন। যেখানে ট্রাম্প পেয়েছেন ২১৪টি। প্রেসিডেন্ট হওয়ার জন্য ২৭০ ইলেকটোরাল ভোট প্রয়োজন।