গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করন

Iqbal Hossain Jwel / ৭৮ দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

 গৌরীপুর অফিসঃ‘মাছের উৎপাদন বৃদ্ধি করি, সুখী সম্বৃদ্ধ দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের দ্বীপ পুকুরে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ এমপি ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেঁজুতি ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা পাপ্পু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিন, চিত্র নায়িকা ও গৌরীপুরের কৃতি সন্তান জ্যোতিকা জ্যোতি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মোজাম্মেল হোসেন ভুঁইয়া, খামার ব্যবস্থাপক শামীমা সুলতানা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এসএম সুলতান মাহমুদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান গোলাপ  প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর