আমার সুখ, তোর জন্য ভালোবাসা কোটি বুক
ওরে চাঁদ, ভালোবেসে বঙ্গোপসাগরে বানাবো বাঁধ!
আমার চোখ,দৃষ্টি কোটি মাইল দূর
ওরে গান, তুমি সুমধুর সুর!
আমার অধিকার,পেতে চাই শতকোটি বার
হারালে তোমায় পৃথিবী পুড়িয়ে করে দিবো ছাড়খার!
আমারি সপন, সারারাত জেগে থেকে তোমারি স্মরণ
ওরে তুই বেঁচে থাকার স্পৃহা, বিহনে মরণ!
আমার বুকের জ্বালা,বুনি আমি স্বপ্ন দিয়ে মালা
ওরে আমার রাধা,আমি তোর কালা!
আমার স্বাধীনতা,ভালোবেসে স্বীকার করি তোর অধীনতা
ওরে আমার বৃক্ষ,তুই আমার গোড়া,কান্ড,পাতা!
আমার ঝরে পড়া বৃষ্টি,ভিজে বারংবার করবো নব্যকাহিনী সৃষ্টি
ওরে আমার জমে থাকা মেঘ,তোর জন্য সর্বদা আমার ভালোবাসার আবেগ!
কবি সনজিত চন্দ্র দাস, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে।