গৌরীপুরে সন্ত্রাসী হামলায় ওসি আহত;১৪ জনসহ অজ্ঞাত ২০/২৫ জনের নামে মামলা

juel / ৮১৯ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০


ষ্টাফ রিপোর্টার;

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম হবি। এ সংবাদ গৌরীপুরে আসার পর পরই শনিবার রাতে শহরে আনন্দ মিছিল বের করে কর্মী-সমর্থকরা।

অপরদিকে মনোনয়নবঞ্চিত অপর মেয়র প্রার্থী সাদেকুর রহমান সেলিমের কর্মী সমর্থকরা শফিকুল ইসলাম হবিকে বিগত পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দাবী করে তার মনোনয়ন বাতিলের জন্য বিক্ষোভ-মিছিল বের করে।সম্ভাব্য ব্যপক সংঘর্ষ এড়াতে গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশ সড়কে অবস্থান নেয়। মনোনয়নবঞ্চিতদের মিছিলটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলার শিকার হন গৌরীপুর থানারওসি। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত ডা. শরিফুল হালিম জানান, ওসির ডান হাতের তর্জনি আঙুলের ৩টি স্থানে কেটে যায়।

এ ঘটনায় গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মাইনুল রেজা রোববার মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়েছে( গৌরীপুর থানার মামলা নং-৩১, তারিখ ২৭/১২/২০২০)। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উক্ত মামলায় কাওকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে জানান গৌরীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত্র) কামাল হোসেন,তবে আসামিদের গ্রেফতারের জন্য অব্যাহত অভিযান পরিচালনা হচ্ছে বলে তিনি জানান।
সন্ত্রাসী হামলায় আহত ওসি বোরহান উদ্দিন রবিবার রাতে রাজগৌরীপুরকে জানান শনিবার গৌরীপুর সাপ্তাহিক হাটের দিন ছিল।দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী হবি’র কর্মী সমর্থকদের আনন্দ মিছিল চলাকালীন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা মিছিল বের করে।
ব্যাপক সংঘর্ষ ও নিশ্চিত হতাহতের থামাতে দু’পক্ষ যেন কোন ভাবেই মুখোমুখি না হতে পারে সে জন্য মনোনয়ন বাতিলের দাবিতে চলা বেপরোয়া উশৃংখল নিয়ন্ত্রণহীন বিক্ষোভ মিছিলটির তিনি গতি রোধের চেষ্টা করেন। এসময় উক্ত মিছিলে থাকা কতিপয় চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় বলে তিনি জানান।
তিনি আরও বলেন সরকারের ভাবমূর্তি ও ব্যাপক সংঘর্ষ এড়ানোর পাশাপাশি জন সাধারণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ফোর্স ছাড়াই আমি এদিন জীবনের ঝুঁকি নিয়ে উত্তেজিত মিছিলটি ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছি। এতে আমার শরীর থেকে রক্ত ঝরলেও গৌরীপুরে বড় রকমের হতাহতের ঘটনাসহ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি রোধ করতে পেরেছি,এটাই আমার শান্তনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর