গৌরীপুর প্রতিনিধি;
বিট্রিশ বিরোধী সংগ্রামের পুরোধা, টংক আন্দোলনের অন্যতম নেতা ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মনি সিংহের স্মরণসভা ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক সমিতির উদ্যোগে শুক্রবার (১ জানুয়ারি) বিকালে পৌর শহরের এনটিটি শিক্ষা পরিবার মিলনায়তনে কমরেড মনি সিংহের ৩০তম প্রয়াণ দিবস উপলক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তারা বলেন কমরেড মণি সিংহ আজীবন শোষণ মুক্তির সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের জনগণের সামনে আলোকবর্তিকা হয়ে থাকবেন। তার মতো সৎ ও ত্যাগী রাজনীতিবিদের বড় বেশি প্রয়োজন।
উপজেলা কৃষক সমিতির সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমরেড মনি সিংহের ছেলে কমরেড ডা. দিবালোক সিংহ, জেলা সিপিবির সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন-আল-বারী, কেন্দুয়া সিপিবি’র সাধারণ সম্পাদক ও কৃষক সমিতির সভাপতি আবুল কাসেম প্রমুখ।