গরু মোটা দেখাতে মাথা উঁচুতে বেঁধে পেটে ঢোকানো হয় পানি

Iqbal Hossain Jwel / ৯৩ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

কোরবানির হাটে বিক্রির জন্য পাইপ দিয়ে অতিরিক্ত পানি পান করিয়ে মহিষ মোটা করার অপরাধে গাজীপুরে কাপাসিয়ায় এক মহিষ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল মঙ্গলবার (২১ জুলাই) গাজীপুরের কাপাসিয়ায় আমরাইদ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। দণ্ডপ্রাপ্তের নাম মো. আবুল বাশার। সে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা সদর এলাকার আব্দুল আহাদের ছেলে।কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, কোরবানি ঈদকে সামনে রেখে অতিরিক্ত মুনাফার জন্য কিছু অসাধু ব্যবসায়ী নানা অবৈধ কৌশলে মহিষ ও গরুকে মোটা করে বেশি দামে হাটে বিক্রি করছে। মঙ্গলবার কাপাসিয়ার আমরাইদ বাজার এলাকার পুকুর পাড়ে কয়েক ব্যবসায়ী হাটে নেওয়ার আগে ১৩টি মহিষকে পাইপের মাধ্যমে পানি খাওয়াচ্ছিল। মহিষের পেট সম্পূর্ণ ভর্তি না হওয়া পর্যন্ত তারা এ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল।এ প্রক্রিয়ায় পেট পূর্ণ হলে পশুকে মোটা দেখা যায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা সম্ভব হয়। এ গোপন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান। এসময় মহিষ ব্যবসায়ী (বেপারী) আবুল বাশারকে হাতেনাতে আটক করা হলে তিনি তার অপরাধ স্বীকার করেন।পরে ভোক্তাকে ফাঁকি দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ী আবুল বাশারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক।তিনি আরো জানান, কিছু অসাধু ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছিল। তারা মহিষ-গরু ছাড়াও ছাগল, মুরগী, কবুতরসহ অন্যান্য পশু পাখিদেরও এভাবে অতিরিক্ত পানি ও খাবার খাইয়ে মোটা করে ও ওজন বাড়িয়ে বাজারে নিয়ে বিক্রি করে আসছে। কাপাসিয়ার আমরাইদ পশুর হাটটি গাজীপুরসহ আশেপাশের কয়েক জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার এ হাট বসে।


আপনার মতামত লিখুন :

One response to “গরু মোটা দেখাতে মাথা উঁচুতে বেঁধে পেটে ঢোকানো হয় পানি”

  1. Todonto says:

    deser sotru era

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর