‘আইডি ঝুঁকির মধ্যে আছে, স্টিকার কমেন্ট প্লিজ’
ফেইসবুকে এধরনের অনেক পোষ্ট প্রায়েই আমাদের চোখের সামনে পরে আর তাদের বন্ধুর তালিকায় যারা আছেন তারা প্রচুর স্কিকার কমেন্ট করে থাকেন বন্ধুকে সহযোগিতা করার জন্য। কিন্তু বাস্তবে এরকম স্টিকার কমেন্ট আইডির নিরাপত্তার জন্য কতটা কাজে আসে ? সত্যিই কি এসব স্টিকার কমেন্ট এর মাধ্যমে ফেসবুক আইডি বাচানো যায় ?
এ ধরণের মন্তব্যের মাধ্যমে ফেসবুকে সংযোগ বাড়তে পারে, তবে আইডি রক্ষা বা নিরাপত্তার সঙ্গে এর কোন সম্পর্কে নেই বলে বলছেন বিশেষজ্ঞরা।
ফেসবুক কি বলছে?
ফেসবুক আইডি নিরাপদ রাখতে ফেসবুকের হেল্প পেইজে বেশ কিছু পরামর্শ রয়েছে। তার মধ্যে পাসওয়ার্ড কারো সাথে শেয়ার না করা ,অপরিচিত কোন ফ্রেন্ড রিকুয়েস্ট আসলে এক্সেপ্ট না করা বিশেষ করে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে বলা হয়েছে। টু-ফ্যাক্টর অথেনটিকেশন এর মাধ্যমে ফেসবুকে প্রবেশ করতে হলে দুইটি মাধ্যম ব্যবহার করতে হবে। এর মধ্যে যেমন প্রচলিত পাসওয়ার্ড দিতে হবে, তেমনি মোবাইলের মেসেজে আসা কোড বা অথেনটিকেটর থেকে পাওয়া কোড প্রবেশ করিয়ে নিশ্চিত করতে হবে।
এর মাধ্যমে ফেসবুক আইডির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব । তবে কোন আইডিতে যদি কেউ রিপোর্ট দেয় ফেইসবুক তখন সেই আইডির তথ্য ও বিভিন্ন এক্টিভিটি রিভিউ করে থাকে এবং সেই রিভিউ এর উপর নির্ভর করে ফেইসবুক সিদ্ধান্ত নেয়। কোন কমেন্ট বা স্টিকার কমেন্ট রিভিউ এর উপর কোন প্রভাব ফেলে না।