রাজগৌরীপুর ডেস্কঃ শুক্রবারের পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে ৮৬ বছর পর পুনরায় মসজিদ হিসেবে যাত্রা শুরু করলো তু’রস্কের ই’স্তাম্বুলের ঐতিহাসিক আ’য়া সো’ফিয়া।
সকাল থেকেই আ’য়া সো’ফিয়া অ’ভিমুখে মানুষের ঢল নামে। ঐতিহাসিক এই স্থা’পনার বাইরে ও রাস্তায় মানুষ নামাজ আদায় করেন। সো’শ্যাল মিডিয়াতে এই মসজিদে নামাজের জায়গা পেতে রাতেই মানুষের জ’মায়েতের ছবি ভাইরাল হয়।
জুমার নামাজের আগেই উ’পস্থিত হন তুর’স্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। মসজিদে প্রবেশ করে তিনি পবিত্র কুরআন তেলাওয়াত করেন। এসময় তিনি সুরা আল-ফাতিহা ও সুরা আল-বাকারা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেন।
এরপরে, মসজিদের চারটি মিনার থেকে চারজন মুয়েজিন আজান দেয়। অতঃপর উপ’স্থিত লোকেরা জুমার নামাজ শুরু করে।
দেশি-বিদেশী প’র্যটকদের জন্য তু’রস্কের সর্বাধিক দর্শ’নীয় স্থা’নগুলির মধ্যে আয়া সোফিয়া অন্যতম।
১৯৮৫ সালে, যাদুঘর হিসেবে স্থাপনাটি ইউ’নেস্কোর বিশ্ব ঐ’তিহ্য তালিকাযর অ’ন্তর্ভুক্ত হয়।
ইস্তাম্বুলে অ’বস্থিত এই ঐ’তিহাসিক স্থা’পনাটি ৯১৬ বছর টানা চা’র্চ হিসেবে ব্য’বহ্রত হয়েছে। আর ১৪৫৩ সাল থেকে শুরু করে ১৯৩৫ সাল প্রায় পাঁচশত বছর ধরে মসজিদ হিসেবেই পরিচিত ছিল এটি। এরপর ৮৬ যাবত এটা জা’দুঘর হিসেবে পরিচিত ছিল।
গত ১০ জুলাই তু’র্কি আ’দালতের রায়ে ১৯৩৪ সালের তৎ’কালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রুপান্ত’রিত করার আদেশটি র’হিত করার পর পুনরায় মসজিদ হিসেবে চালু করতে আর কোন বাধা রইল না।
এরপর ১৬ জুলাই তুর’স্কের ধ’র্ম বিষয়ক অ’ধিদপ্তর এটি মসজিদে রূপা’ন্তরিত হওয়ার পরে আ’য়া সো’ফিয়া প’রিচালনার জন্য সংস্কৃ’তি ও প’র্যটন মন্ত্রণালয়ের সাথে একটি সহযোগিতা চু’ক্তি স্বাক্ষর করেছে।
এই চু’ক্তির অধীনে দেশটির সং’স্কৃতি ও প’র্যটন মন্ত্রণালয় আয়া সোফিয়ার সং’স্কার ও সংর’ক্ষণের কাজ তদারকি করবে এবং ধ’র্ম বিষয়ক অ’ধিদপ্তর ধ’র্মীয় সেবা তদা’রকি করবে।