মুসলিম হত্যাকারীদের ঠাঁই আমেরিকায় হবে না: বাইডেন

admin / ৯৯ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২

আবু কাউছার চৌধুরী # ষ্টাফ রিপোর্টার…

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে চার মুসলিম হত্যার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুলিশ ধারণা করছে, ঘৃণা থেকে এই হত্যাকাণ্ড হতে পারে।

রোববার (৭ আগস্ট) এক টুইটার পোস্টে জো বাইডেন বলেন, ‘আলবুকার্কে চার মুসলিমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আমি খুব ক্ষুব্ধ ও ব্যথিত।’

তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনার পূর্ণ তদন্তের জন্য অপেক্ষা করছি। নিহতদের পরিবারের প্রতি আমার প্রার্থনা রইল। আমার প্রশাসন দৃঢ়ভাবে মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছে। এ ধরনের ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িতদের ঠাঁই আমেরিকায় হবে না।’

নিউ মেক্সিকোর বৃহত্তম শহর আলবুকার্ক। শনিবার (৬ আগস্ট) সেখানকার পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত করছে তারা।

তদন্তকারীরা বলছেন, শুক্রবার (৫ আগস্ট) হত্যাকাণ্ডে নিহতরা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হতে পারে। নিহতরা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হতে পারে।

নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম এ হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ঘটনার পুরোটাই অসহনীয়।

এদিকে এ ঘটনায় শহরটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম মানবাধিকার সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস জানিয়েছে, হত্যাকারীদের তথ্য ও গ্রেফতারে সহযোগিতা করলে ১০ হাজার ডলার পুরস্কৃত করার ঘোষণা করা হয়েছে।

এর আগে ১ আগস্ট ২৭ বছরের এক যুবক ও ২৬ জুলাই ৪১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তারাও মুসলিম ও পাকিস্তান বংশোদ্ভূত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর