কাজ করেছি,করছি,করব,দেহে প্রান যতক্ষন আছেঃইউপি চেয়ারম্যান রমিজ

Iqbal Hossain Jwel / ৮৩১ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

আপনাদের দোয়া,আদর,ভালবাসা চাই সবসময়

ষ্টাফ রিপোর্টারঃ ২৪ জুলাই নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হওয়া গৌরীপুর উপজেলার ৪ নং মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের একটি ফেইসবুক স্ট্যাটাস সকলের হৃদয় স্পর্শ করেছে। শনিবার (২৫ জুলাই) মাঝ রাতে তিনি তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস পোস্ট করেন,যেখানে লিখা “কাজ করেছি,করছি,করব,দেহে প্রান যতক্ষণ আছে -আপনাদের দোয়া,আদর, ভালবাসা চাই সবসময়”।

করোনা পজেটিভ হবার রিপোর্ট পাবার পর অন্যরা যেখানে ভয়ে নিজকে গুটিয়ে নেয় সেখানে একজন জনপ্রতিনিধি হিসেবে রমিজের এ সাহসী ফেইসবুক স্ট্যাটাস তার দৃঢ়চেতা মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করেন তার রাজনৈতিক সহকর্মী ও তার নির্বাচনি এলাকার জনগন।

রমিজ চেয়ারম্যান এর ঘনিষ্ঠ কয়েক জনের সাথে কথা বলে জানা যায় মার্চের শেষ সপ্তাহে লকডাউন শুরু হবার পর থেকে সে নিয়মিত একটি মোটরসাইকেল নিয়ে মুখে মাস্ক,চোখে চশমা ও এক কাধে ব্যাগ ঝুলিয়ে তাতে মাস্কসহ বোতল ভরা স্যানিটাইজার,অন্য কাধে হ্যান্ড মাইক নিয়ে জনগনকে করোনার বিরুদ্ধে সচেতন করার কাজ শুরু করেন,যা ধারাবাহিক ভাবে চলমান ছিল। প্রশাসন,স্বেচ্ছাসেবীসহ তার নিরলস প্রচেষ্টায় তার নিজ ইউনিয়ন মাওহা শতভাগ করোনা মুক্ত থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে তিনি নিজকে রক্ষা করতে পারেননি। মাওহা ইউনিয়নের একমাত্র করোনা আক্রান্ত রোগী হলেন রমিজ চেয়ারম্যান নিজে। বিগত কয়েকদিন যাবৎ তার শরীরে করোনার প্রাথমিক উপসর্গ দেখা দিলে সতর্কতা হিসেবে নিজ থেকেই হোম কোয়ারান্টাইনে চলে যান তিনি। ২৩ জুন সে তার নমুনা পরীক্ষার জন্য দেয়ার পরদিনের ফলাফলে তার করোনা পজেটিভ সনাক্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর