বঙ্গোপসাগর বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২১ নভেম্বর

juel / ৮৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

বঙ্গোপসাগরবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২১ নভেম্বর

আবু কাউছার চৌধুরীঃ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২২’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আগামী ২১ নভেম্বর সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক এই সেমিনার উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সার্বিয়ার সাবেক রাষ্ট্রপতি বরিস তাদিচ।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত বঙ্গোপসাগরবিষয়ক এই আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠিত হবে।

সিজিএস জানিয়েছে, এই আন্তর্জাতিক আলোচনায় বিশ্বের ৫০টিরও বেশি দেশের রাজনীতিক, কূটনীতিক, অর্থনীতিবিদ, গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, নিরাপত্তা বিশ্লেষক, সমুদ্র বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রায় ২৫০ জন ব্যক্তি বক্তব্য রাখবেন। ৩০টিরও বেশি কর্ম-অধিবেশনে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় নিয়ে আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, আন্তর্জাতিক বিশ্লেষক ড. আলী রিয়াজ, ভারতীয় রাজনীতিক শশী থারুর এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, নেদারল্যান্ডস, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, জাপান, সুইজারল্যান্ড, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক প্রমুখ।

আয়োজকরা জানান, ঐতিহাসিকভাবেই বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ। এ কারণেই কালের পরিক্রমায় ভূ-রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা ও কৌশলগত কারণে বঙ্গোপসাগর ঘিরে যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও জাপানসহ বিশ্বের বড় শক্তিগুলোর আগ্রহ বেড়েছে। বলা যায়, বিশ্বরাজনীতির কেন্দ্র এখন বঙ্গোপসাগর। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, কোয়াডের সমুদ্রমুখী কার্যক্রম, প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত অর্থনৈতিক বন্ধন গড়ে তোলার লক্ষ্যে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি), দক্ষিণ চীন সমুদ্রে ক্রমবর্ধমান উত্তেজনা ও প্রতিযোগিতা, আসিয়ান, বিমসটেকসহ বঙ্গোপসাগরীয় অঞ্চলের সবকিছুতেই বেড়েছে বাংলাদেশের গুরুত্ব। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুসারে, ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্রস্থল হওয়ার সব সম্ভাবনা বাংলাদেশের রয়েছে।

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেছেন, এ অঞ্চলের ভূ-রাজনীতিতে বাংলাদেশ আর দর্শক নয়, বরং গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এই বিষয়টি তুলে ধরা হবে। একইসঙ্গে মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতেও এ অঞ্চলের সম্ভাবনা আঞ্চলিক এবং বৈশ্বিক ভাবনা সম্পর্কে জানা ও বোঝা যাবে। 

তিনি জানান, সম্মেলনে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা, রোহিঙ্গা প্রত্যাবাসন, দক্ষিণ এশীয় পরিচিতি, ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সংকট ও সুরাহার উপায়, নারীর ক্ষমতায়ন, মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য, শিক্ষা, সমুদ্র অর্থনীতি, নিরাপত্তা, সীমান্ত সমস্যাসহ বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর