গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
,ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিথিলা বিনতে সাঈফকে (১৪) ছুরি দেখিয়ে উঠিয়ে নেয়ার হুমকি দিয়েছে একই বিদ্যালয়ের সাবেক ছাত্র দূর্জয় খান (১৭)। সে ২০২২ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দূর্জয় অচিন্তপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কবির আহমেদ খানের ছেলে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম. সোমবার সন্ধায় গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে বিদ্যালয়ের ২য় তলার বারান্দায় দাঁড়িয়ে ছিল মিথিলা। এসময় দূর্জয় খান এসে তাকে বলে, নবম শ্রেণির ছাত্র জিসান মিয়ার সাথে আর কখনো কথা বলবি না। মিথিলা এ কথার প্রতিবাদ করলে দূর্জয় কোমর থেকে একটি ছুড়ি বের করে ভয় দেখিয়ে বলে- আর কোনদিন জিসানের সাথে কথা বললে তোকে উঠিয়ে নিয়ে যাব, খুন করে ফেলবো।
মিথিলা আরও জানায়, দূর্জয় দীর্ঘদিন যাবত বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে উত্যক্ত ও বাড়ির আশপাশে ঘুরাঘুরি করে। আজেবাজে কথা বলে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক জানান- সোমবা পৌঁনে ১০টার দিকে দূর্জয় বিদ্যালয়ে আসে। যেহেতু সে সাবেক ছাত্র তাই আমরা কোন সন্দেহ করিনি। কিছুক্ষণ পর ৭ম শ্রেণির শিক্ষার্থী মিথিলা এসে অভিযোগ করে দূর্জয় তাকে ছুড়ি দেখিয়ে তোলে নেয়ার হুমকি দিয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আব্দুর রাজ্জাক খান বলেন- আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ভবিষ্যতে যেন এধরণের সাহস আর কেউ না করে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মুহাম্মদ গোলাম সামদানী খান সুমন বলেন- দূর্জয় এলাকার বখাটে হিসেবে পরিচিত। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দূর্জয়ের পিতা ইউপি সদস্য কবির আহমেদ খান বলেন- আমার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, তাকে ফাঁসানো হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।