গৌরীপুর শ্যামগঞ্জ বাজারে আগুনে পুড়ে ৬টি দোকান ভস্মীভূত, ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

juel / ৪৪ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে আগুনে পুড়ে ৬ টি দোকান ভস্মীভূত। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা । 

ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার এর মধ্যবর্তী এলাকা শ্যামগঞ্জ বাজারে (৯ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ টায় গরুহাটা মাংস মহালের একটি ইলেকট্রনিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। 

মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আরো ৫ থেকে ৬টি দোকানে । গৌরীপুর ফায়ার সার্ভিস, পূর্বধলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  আগুনে পুড়ে যায় ৬টি দোকান। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। 

আগুনে পুড়ে যাওয়া তামিম বস্তালয়ের মালিক মোঃ শামীম বলেন, তার কাপড়ের গোডাউন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তিনি জানান তার দোকানের ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা। ইয়াদ স্টোর এর মালিক মোঃ নজরুল ইসলাম মেম্বার বলেন আমার দোকানে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । দোকান মালিক জুয়েল মিয়া বলেন আমার প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে । দোকানদার সজল রায় বলেন তার প্রায় ১৩ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে ।

আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন । তিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রধানদের সাথে কথা বলেন এবং আগুন লাগার সূত্র ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।।

নিউজ/রাজ/গৌরী/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর