গৌরীপুর প্রতিনিধি – ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে উচ্চ রক্তচাপ চাপ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ সেপ্টেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সভা কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় সারভিলেন্স মেডিকেল অফিসার ডা আব্বাস ইবনে করিম। উদ্বোধনী বক্তব্যে ডা ইকবাল আহমেদ নাসের বলেন- উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগিদের সুবিধার্থে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনসিডি কর্ণার স্থাপন করা হয়েছে। উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের আগত রোগীদের মধ্যে সম্ভাব্য উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিস রোগীদের এনসিডি কর্ণারে রেফার করা জন্য তিনি সিএইচসিপিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ (সিএইচসিপি) অংশ গ্রহণ করেন।