স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনিনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারী কমিশনার আফরোজা আফসানা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোমনাথ সাহা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার, সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র কর প্রমুখ।
এবছর গৌরীপুর উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ৬৩ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনিন জানান উপজেলার প্রত্যেকটি মন্ডপে ৫শত কেজি করে সরকারীভাবে চাল বরাদ্দ দেয়ার পাশাপাশি সার্বিক ভাবে সকল মন্ডপে মন্ডপে নাগরিক কমিটি গঠন করা হয়েছে৷ শারদীয় দূর্গোৎসব সুন্দর, সুস্ঠ ও নির্বিগ্নে করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সভায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সহ পুলিশ ও আনসারের পাশাপাশি সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
প্রস্তুতি সভায় উপজেলার পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজ/রাজ/গৌরী