শিরোনাম
গৌরীপুরে প্রচন্ড তাপদাহে এসো গৌরীপুর গড়ির উদ্যোগে পথচারীদের মাঝে কোমল পানীয় বিতরণ গৌরীপুরের ১ম শহীদ ব্রজেন দিবস পালিত হয়নি গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ১৫ জন প্রার্থী আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের সহযাত্রী– নিলুফার আনজুম পপি, এমপি গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত গৌরীপুরে  ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন গৌরীপুরে রমজানে দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণে মতবিনিময় সভা তিন দিনব্যাপী ওয়াশিংটন ডিসিতে শুরু হচ্ছে ৩৮ তম ফোবানা সম্মেলন গৌরীপুরে বিদ্যুৎপৃষ্টে বাবা মেয়ের মৃত্যু কেন্দুয়ায় জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষকদের পুষ্পমাল্য অর্পণ

গৌরীপুরে দুর্যোগ মোকাবেলায় কন্টোল রুম চালু

juel / ২৮ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে টানা ২৬ ঘন্টা বৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এ উপলক্ষে শনিবার ৭ অক্টোবর বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন-অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মোঃ হযরত আলী, জায়েদুর রহমান, আল-ফারুক, এসকে রুবেল, আব্দুল্লাহ আল আমীন জনি, এম এ কাইয়ুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কন্ট্রোল রুম মারফত জানা গেছে, উপজেলায় ১৪শ হেক্টর ধানী জমি, ১ হেক্টর সবজি, আনুমানিক ১০ হাজার পুকুরের ৯০ শতাংশ পুকুর পানিতে তলিয়ে যাওয়া ২৭৪ কোটি টাকার আর্থিক ক্ষতি ও ২শ প্রান্তিক ঘাসচাষী ক্ষতিগ্রস্থ হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন জানান, ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। অতিবৃষ্টির ফলে এ উপজেলা ক্ষতির পরিমাণ উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সরকারিভাবে বরাদ্দ আসলে সহযোগিতা করা হবে। এছাড়াও পানিবন্দিদের শুকনো খাবারসহ অন্যান্য সহযোগিতার জন্য পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।

দূর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা ও যে কোন প্রাকৃতিক দূর্যোগে কন্ট্রোল রুমে যোগাযোগ ও তথ্য দেয়ার আহবান জানান তিনি।####


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর