গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ১৫ জন প্রার্থী

juel / ৩৯ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

আবু কাউছার চৌধুরীঃ ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২১ এপ্রিল রবিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন জমা দিয়েছে। তারা হলেন গৌরীপুরে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু সোমনাথ সাহা, উপজেলা যুবলীগের সভাপতি সালাউল হক, সাবেক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাশার।
ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা, গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা হারণ উর রশিদ পবিত্র, জাতীয় পার্টির নেতা জহিরুল হুদা লিটন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন । তারা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর প্যানেল-২ মেয়র দিলুয়ারা দিলু, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফেরদৌসী নাসরিন, ছাত্রলীগ নেত্রী পরশমনি, নিলুফার ইয়াসমিন, তাসলিমা আক্তার কলি ও আওয়ামী লীগ নেত্রী নুরজাহান আক্তার।
সংশ্লিষ্ঠ সুত্রে আরো জানা যায় নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল, মনোনয়ন পত্র আপিল ২৪ এপ্রিল, আপিল নিস্পত্তি ২৭ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২ মে ও ২১ মে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজ/রাজগৌরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর