ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৪ জুন দুপুরে উপজেলার নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ জেলা কার্যালয়ের প্রোগ্রামার নুরে আলম সিদ্দিকী।
উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা ও প্রশিক্ষন সমন্বয়কারী আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, গ্রাফিক্স ডিজাইন বিভাগের প্রশিক্ষক হিমালয় নকরেক, ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামের প্রশিক্ষক ডিমস মুকিম প্রমুখ।
জানা যায়, আত্মনির্ভরশীল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক ও নারীদের প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে দুইটি শাখায় এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং কোর্সে ২৫ জন করে মোট ৫০ জন বেকার যুবক ও যুব নারীদের ৩৫ দিন এ প্রশিক্ষণ দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ আরো জানান
প্রশিক্ষণ শেষে মেধাবীদের ল্যাপটপ উপহার দেয়া হবে।
নিউজ- রাজগৌরী/স্টাফ/রিপোর্টার ০৪-০৬-২০২৪