গৌরীপুরে মধ্যরাতে মোবাইলের দোকানে চুরি

juel / ৩৪ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার পৌর শহরের উত্তর বাজার এলাকায় দেশ মোবাইল
নামক একটি দোকান থেকে ১৭৮ টি মোবাইল ফোন চুরি হয়েছে। মঙ্গলবার ৪ জুন মধ্যরাতে চোরচক্র দোকানের টিন ও সিলিং কেটে দোকানে প্রবেশ করে ।
জানা যায়, মঙ্গলবার রাতে দেশ মোবাইল এর মালিক জহিরুল ইসলাম রমজান দোকান বন্ধ করে বাসায় চলে যান।
বুধবার (৫ জুন) সকালে বাংলালিংকের কাস্টমার কেয়ারের কর্মকর্তা দোকান খুলে দেখেন দোকানের একপাশে টিনের চাল ও সিলিং কাটা। দোকানে রাখা মোবাইলের প্যাকেট ও চার্জার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাৎক্ষণিক তিনি মোবাইলে দোকানের মালিককে ঘটনাটি জানান। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উল্লেখ্য দেশ মোবাইল নামক দোকানে বাংলালিংক মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ার রয়েছে।

দেশ মোবাইলের মালিক জহিরুল ইসলাম রমজান বলেন, চোরচক্র দোকানে রাখা ১৭৮টি নতুন মোবাইল নিয়ে গেলেও বাক্স ও চার্জার দোকানেই ফেলে রেখে গেছে। এছাড়া পাঁচ হাজার টাকার স্ক্রেচকার্ড নিয়ে গেছে। পুলিশ সুষ্ঠ তদন্ত করে মোবাইল উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানাই।

প্রতিবেশী মোবাইল ব্যাবসায়ী প্রিন্স মোবাইলের মালিক সাইদুর রহমান লিটু জানান, গত কয়েক বছরে শহরের প্রায় ৭-৮টি দোকানে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার করতে পারেনি বা চোর ধরতে পারেনি, যে কারণে চুরির ঘটনা বাড়ছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে চোর শনাক্ত ও মোবাইল উদ্ধার করার চেষ্টা চলছে।##

নিউজ- রাজ/গৌরী- ০৬/২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর