গৌরীপুর প্রতিনিধি
নির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতে দীর্ঘ লড়াই শেষে বিজয় ফিরে পেয়ে শপথ নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম আলী আহাম্মদ। সোমবার (২৪ জুন) সকাল ৯:৩০ মিনিটে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁকে শপথ বাক্য পাঠ করান। এসময় বিভাগীয় কমিশনের একান্ত সচিব এইচ এম ইবনে মিজান উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস তাঁকে শপথ গ্রহণের চিঠি দেন।
জানা যায়, ২০২১ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে গৌরীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন এসএম আলী আহাম্মদ। নির্বাচনে ভোট গণনা শেষে ফলাফলে অপর প্রার্থী উটপাখি প্রতীকের মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়া এনামকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফল প্রত্যাখান করে আলী আহাম্মদ আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি লড়াই শেষে পুণঃভোট গণনার আদেশ দেন বিজ্ঞ আদালত। দেখা যায় ডালিম প্রতীক পেয়েছে ৬০৪ ভোট ও উটপাখি পেয়েছে ৫৩৯ ভোট। গত বছর ২৯ অক্টোবর নিম্নআদালত আগের ফলাফল বাতিল করে ডালিম প্রতীকের এম এম আলী আহাম্মদকে বিজয়ী ঘোষণা করেন।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন উটপাখি প্রতীকের মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম। আপিলের পর উচ্চ আদালত গত ২৫ জানুয়ারি নিম্ন আদালতের রায়ের উপর ৮ সপ্তাহ স্থগিতাদেশ দেন। পরবর্তীতে আবারও শুরু হয় আইনি লড়াই। ৩ মার্চ বিজ্ঞ উচ্চ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করেন, এতে নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়।
শপথ গ্রহণ শেষে পৌর কাউন্সিলর আলী আহাম্মদ বলেন- এ বিজয় আমি আমার ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের প্রতি উৎসর্গ করছি। আইনের প্রতি আমার সবসময়ই শতভাগ আস্থা ও বিশ্বাস ছিলো, আমি ন্যায় বিচার পেয়েছি।##
নিউজ-রাজ/গৌরী-২৪/০৬