বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত স্কুল ছাত্রী রিয়া,প্রয়োজন আপনার মানবিক সহায়তা

Iqbal Hossain Jwel / ১৭৪ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

কমল সরকার:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম রিয়া। চিকিৎসকরা সম্প্রতি তার পেটে অপারেশন করে বের করে এনেছেন ৩ কেজি ৭৫ গ্রাম ওজনের একটি টিউমার। রিয়া‘র শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। তার চোখে মুখে এখন শুধুই বেঁচে থাকার আকুতি।

স্ধানীয় সূত্রে জানা যায়, রিয়া’র বাবা মো. রফিকুল ইসলাম পেশায় একজন সিএনজি চালক। মা সানোয়ারা মবিন একজন গৃহিনী। রিয়া’র পরিবার পৌরশহরের নতুনবাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। করোনা পরিস্থিতির আগেও ওই পরিবারটিতে ছিল সুখ-স্বাচ্ছন্দ।

আকস্মিক রিয়া’র পেটে প্রচন্ড ব্যাথা দেখা দিলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তাতেও রিয়া সুস্থ না হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানেও কাঙ্খিত উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তার পেটে অপারেশন করে ৩ কেজি ৭৫ গ্রাম ওজনের একটি টিউমার বের করে আনেন। টিউমার অপারেশন করা হলেও রিয়ার শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সার।

চিকিৎসকদের ভাষ্য, সঠিক চিকিৎসা হলে সে ভালো হয়ে উঠবে। শুধু প্রয়োজন ১৫টি কেমো থ্যারাপি।

রিয়া’র স্বজনরা জানায়, অর্থ সংকটের কারণে ক্যান্সারের এই চিকিৎসা পরিবারের পক্ষে  চালিয়ে যাওয়া সম্ভব নয়। ইতোমধ্যে প্রতিবেশি ও আত্মীয়-স্বজনদের আর্থিক সহায়তায় ৫টি কেমোথেরাপি সম্পন্ন করা হয়েছে। আর ১০টি কেমোথেরাপির  জন্য প্রয়োজন ৩ লাখ টাকা আর দৈনন্দিন ওষুধের জন্য ১ লাখ টাকা।

রিয়া’কে বাঁচাতে তার বাবা মো. রফিকুল ইসলাম সমাজের সর্বসাধারণের কাছ থেকে অর্থ সহায়তা পেতে ইতোমধ্যে বিকাশ নং- ০১৯১৬-৮৬২৫৭৩ এবং সোনালী ব্যাংক লিমিটেড গৌরীপুর শাখায় সঞ্চয়ী হিসাব নং- ৩৩০৯২০১০১৮৬৮৭ তে হিসাব খুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর