রাম মন্দিরের পুরোহিত করোনা আক্রান্ত, ভিত্তিপ্রস্তর স্থাপনে শঙ্কা

Iqbal Hossain Jwel / ৮০ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

অনলাইন ডেস্কঃ মন্দিরের পুরোহিত করোনা আক্রান্ত, ভিত্তিপ্রস্তর স্থাপনে শঙ্কা মহামারি করোনা ভাইরাসে প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে ভারতে। বৃহস্পতিবার( ৩০ জুলাই) সর্বোচ্চ সংখ্যক ৫০ হাজার আক্রান্ত হয়েছে। এদিকে আজই জানা গেল অস্থায়ী রামমন্দিরের অন্যতম পুরোহিতসহ মন্দির চত্বরে মোতায়েন ১৪ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রীসহ বহু গণ্যমান্যের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকা ঘিরে সংশয় দেখা দিয়েছে। রাম জন্মভূমি ট্রাস্ট জানিয়েছে, আক্রান্ত পুরোহিতের নাম প্রদীপ দাস। তিনি প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের প্রধান সহকারী। গত শনিবার মুখ্যমন্ত্রী আদিত্যনাথের মন্দির ভ্রমণের সময় তিনি সারাক্ষণ তাঁর পাশে ছিলেন। ট্রাস্ট জানায়, প্রধান পুরোহিতেরও নমুনা পরীক্ষা হয়েছে। তিনি সুস্থ। অযোধ্যায় এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭৫। তবে ভারতের প্রধানমন্ত্রীর সফরসূচি এখনো বাতিল হয়নি। কয়েক দিন ধরে ভারতে দৈনিক ৪৭ থেকে ৪৮ হাজার নতুন রোগীর সন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর