ষ্টাফ রিপোর্টারঃ র্যাবে আয়নাঘর বলে কিছু নেই বলে দাবি করেছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। র্যাব গুম-খুনের সঙ্গে কোনোভাবেই জড়াবে না বলেও জানান তিনি।
সোমবার ৭ অক্টোবর বিকেলে র্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, ‘বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র্যাব জড়াবে না। কাউকে এক স্থান থেকে ধরে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না।’
তিনি বলেন, ‘র্যাব আইনের মধ্যে থেকে কাজ করবে। গুম-খুন ফৌজদারি অপরাধ। বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাস্ত করা হবে না। এই অপরাধে জড়ানোর কোনো সুযোগ নেই।’
সূত্র-নিউজ২৪/ইন্টারনেট- নিউজ-রাজগৌরী-অক্টোবর/২৪