গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন

publisher / ৮ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

গৌরীপুর প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজার শেষ দিনে রোববার (১৩ অক্টোবর) ময়মনসিংহের গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দেয়া হয়। রবিবার পৌর শহরের সকল প্রতিমা রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের অনন্তসাগর পুকুরে, শ্যামগঞ্জের পুজামন্ডপের প্রতিমা মইলাকান্দা গোবিন্দ বণিকের পুকুরে, ডৌহাখলার স্ব স্ব পুকুরে, ভাংনামারী ইউনিয়নের প্রতিমা ব্রহ্মপুত্র নদে ও সহনাটীর পুজামন্ডপ প্রতিমা জলবুরুঙ্গা নদীতে ও বিসর্জন দেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ারের নেতৃত্বে সার্বক্ষনিক নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়। উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী-প্রশাসন ও সবার সহযোগিতায় আনন্দঘন পরিবেশে এ উৎসব উদযাপনের জন্য পুজা উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবছর ৪৯টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে।

প্রতিমা বিসর্জন ও মন্ডপ পরিদর্শন করেন জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রাখল চন্দ্র সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল হক, উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, বিএনপি নেতা আলী আকবর আনিস, হাফেজ আজিজুল হক, হাবিবুল ইসলাম খান শহিদ, ফারুক আহমেদ, এসএ দুলাল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর