অর্থ পাচার মামলায় ফরিদপুর শহর আঃ লীগ সভাপতি গ্রেফতার

Iqbal Hossain Jwel / ৮৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

বিশেষ প্রতিনিধিঃ অর্থ পাচারের (মানি লন্ডারিং) মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগ সভাপতি নাজমুল ইসলাম খন্দকার ওরফে লেবিকে (৬১) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে শহরের চরকমলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যটি নিশ্চিত করে ফরিদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বলেন, সিআইডির চাহিদা অনুযায়ী মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাজমুল ইসলামকে কারাগার থেকে নিজেদের জিম্মায় নেবে সিআইডি।

পরে ১৯ জুলাই ভোরে বরকত ও রুবেলকে ফরিদপুর কারাগার থেকে নিজেদের জিম্মায় নেয় সিআইডি। সেখান থেকে তাদের ঢাকার মালিবাগে সিআইডির কার্যালয়ে নেয়া হয়। প্রথম দফায় দুই দিন রিমান্ড শেষে গত ২১ জুলাই তাদের আবারও তিন দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে তারা দুইজন ঢাকা মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস বলেন, রুবেল ও বরকত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তারা কাদের আশ্রয়-প্রশ্রয়ে থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন, সেগুলো বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর