সাব-রেজিস্ট্রি অফিস সহকারীর দুর্নীতির প্রতিবাদে গৌরীপুরে মানবববন্ধন

publisher / ১৩ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী স্বপ্না বসাকের দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও দলিল লেখকদের সাথে অশালীন আচরণ করার প্রতিবাদে বাংলাদেশ দলিল লেখক সমিতি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে রোববার ২৭ অক্টোবর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের করে।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, অফিস সহকারী স্বপ্না বসাকের নেতৃত্বে এ অফিসে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, দলিল লেখকদের হয়রানি অব্যাহত রয়েছে। তিনি কমিশন ছাড়া দলিল করেন না। সেরেস্তার নামেও প্রতিটি দলিলে জন্য ঘুষ দিতে হয়। তাকে অফিস থেকে প্রত্যাহারের দাবি জানায় বক্তারা। এসব অভিযোগ প্রসঙ্গে অফিস সহকারী স্বপ্না বসাক বলেন, যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। আমি কাউকে হয়রানি করি না। কোনো দুর্নীতির সঙ্গেও জড়িত নই। এ বিষয়ে আমার কিছু জানা নেই।

প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহীদ মুন্সীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দলিল লেখক আব্দুল মান্নান সরকার, আতাউর রহমান সোহেল, একেএম শাহজাহান কাদের, মো. শফিকুল আলম ভূট্টো, মো. গোলাম মোস্তফা, মো. শহিদুল ইসলাম, দীপক চন্দ্র পন্ডিত, শ্যামল চন্দ্র সরকার, মো. আশিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. বাহার উদ্দিন, মো. শেখ সাদী, মো. হারুন অর রশিদ, মো. মঞ্জুরুল হক, মো. মতিউর রহমান খান প্রমুখ।

এ প্রসঙ্গে উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম বলেন, আমি এ অফিসে যোগদান করেছি সাতদিন হলো। আমার নিকট এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজ/রাজ/গৌরী/২৪ অক্টোবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর