গৌরীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ খেলাফত মজলিস গৌরীপুর উপজেলা ও পৌর শাখার উদ্দ্যোগে বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দুপুরে ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। ধর্ম বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত, খেলাফত প্রতিষ্ঠার লক্ষে গণ আন্দোলন গড়ে তুলুন, এ শ্লোগানকে সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মুফতি আঃ হান্নানের সভাপতিত্বে ও যুব মজলিসের মাওলানা আবুল হাশমির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ রাহমান, ঢাকা মহানগর সহ সভাপতি মুফতি মুহাম্মদউল্লাহ, মুফতি আতাউর রহমান,মুফতি আতাউল্লাহ আমিন,হাফেজ জুবায়ের আহমেদ,আঃ আলীম প্রমুখ। সম্মেলন শেষে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।##