গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে গৌরীপুর থানা থেকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়।
জয়নাল আবেদীনের বাড়ি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলা গ্রামে। তিনি গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
রোববার গভীর রাতে গৌরীপুর থানা পুলিশের একটি টিম অচিন্তপুর ইউনিয়নের গাগলা গ্রামে জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, জয়নাল আবেদীনের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।##