গৌরীপুরে মাটি খুঁড়ে মিলল শত বছরের সিন্দুক

publisher / ১৮ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলার গৌরীপুরে মাটি খুঁড়ে শত বছরের দুইটি সিন্দুক পাওয়া গিয়েছে। সিন্দুক দুইটি দেখতে শত শত জনতার ভিড় জমেছে। সোমবার ২৪ ফেব্রুয়ারি সকালে উপজেলার সাবরেজিস্ট্রার অফিসের পুরনো টিনশেডের একটি ঘরে মাটি খুঁড়তে গিয়ে সিন্দুক দুইটি পাওয়া যায়। 

সাবরেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম জানান, পরিত্যক্ত টিনের ঘরগুলোতে দলিল লেখকরা তাদের কাজকর্ম করতেন। তবে বেশ কয়েক বছর ধরে সেখানে কোনো কাজকর্ম হয় না। আজ সকালে সেখানে নতুন ভবনের কাজ করার জন্য শ্রমিকরা এসেছিলেন। শ্রমিকরা কোদাল দিয়ে মাটি খুঁড়তে গেলে প্রচণ্ড শব্দ হয়। ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানালে তারা মাটি খুঁড়ে সিন্দুক দুটি বের করেন। শাবল দিয়ে সিন্দুকের দরজা খুলে দেখা যায়, বেশ কয়েকটি চাবি, পুরনো দলিল ও একটি এফিডেভিটের কাগজ রয়েছে। বিষয়টি জানাজানি হলে সিন্দুক দেখতে লোকজন ভিড় জমায়।

সাবরেজিস্ট্রার আরো জানান, ধারণা করা হচ্ছে, সিন্দুকগুলো নষ্ট হয়ে গেলে তা মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। তবে সিন্দুকগুলোর বয়স যে শত বছরের ওপর, তা এক রকম নিশ্চিত।

জানা যায়, ১৯১২ সালে গৌরীপুর উপজেলার পৌর শহরের পশ্চিম দাপুনিয়া এলাকায় সাবরেজিস্ট্রি অফিসটি প্রতিষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর