ভারতে গরুর মাংস বহনের মিথ্যে অভিযোগে মুসলিম চালকের উপর হামলা

Iqbal Hossain Jwel / ৯০ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

ভারতে ঈদুল আজহার দিন গরুর মাংস নিয়ে যাচ্ছে সন্দেহে এক চালকে ওপর পুলিশের সামনেই হাতুড়ি নিয়ে কথিত ‘গোরক্ষক’ নামধারী উগ্রবাদী হিন্দুরা হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল ৭টার দিকে হরিয়ানার গুরুগ্রামে মাংস ভর্তি একটি পিকআপ ট্রাককে তাড়া করে ধরে এক দল দুষ্কৃতিকারী।।

এ সময় তারা ট্রাকচালক লোকমানকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটাতে থাকে।ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা হস্তক্ষেপ করেনি দুষ্কৃতিকারীদের সন্ত্রাসী কাজে।

২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে গোমাংস রাখার ‘অপরাধে’ গণপিটুনিতে খুনের মতোই এ ক্ষেত্রেও ট্রাকে থাকা মাংস ফরেন্সিক পরীক্ষাগারে পাঠাতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে পুলিশ।

আহত লোকমানকে ওই ট্রাকে তুলেই গুরুগ্রামের বাদশাপুর গ্রামে নিয়ে গিয়ে ফের মারধর করা হয়। লোকমানকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(খবর এনডিটিভির)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর