সরকার করোনার প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: তথ্যমন্ত্রী

admin / ৬৯ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। আর অনেকেই সমালোচনা করেন ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে, তাঁরা ঘর থেকেও বের হন না।’

শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের পক্ষ থেকে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০০টি ‘হাই ফ্লো নাজাল ক্যানুলা’ এবং কক্সবাজার জেলায় দুটি অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী এ সময় চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতালে রূপান্তরের ঘোষণা দেন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইন উদ্বোধন করেন। এ উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবার সম্মিলিত প্রচেষ্টায় মহামারি দুর্যোগ মোকাবিলা করার জন্য যে আহ্বান জানিয়েছিলেন, তাতে যাঁরা সাড়া দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ ঘনবসতিসহ নানা প্রতিকূলতা ও স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোর চেয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণে করোনাভাইরাসে আমাদের দেশে মৃত্যুহার পৃথিবীর যে কয়টি হাতে গোনা দেশের মৃত্যুর হার পৃথিবীতে অন্যতম সর্বনিম্ন, এমনকি ভারত ও পাকিস্তানের চেয়ে কম।’

‘স্বাস্থ্য খাতে জেকেজি ও রিজেন্ট গ্রুপের অনিয়মগুলো সরকারই উদ্ঘাটন করেছে, কোনো পত্রিকার রিপোর্ট বা বিরোধী দলের কথায় নয়। অনিয়ম-দুর্নীতি দমনের জন্য এগুলো সরকারই উদ্ঘাটন করেছে’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, স্বাস্থ্য অধিদপ্তরের এ ব্যাপারে আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল।’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির প্রমুখ।

Source : Prothom Alo


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর