গৌরীপুর প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে স্বল্প আয়ের মানুষের জন্য ময়মনসিংহের গৌরীপুরে সুলভ মূল্যের হাটের উদ্বোধন করা হয়েছে। গৌরীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে রোববার ৯ মার্চ সকালে গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে সুলভ মূল্যের এই হাটের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।
সুলভ মূল্যের হাটে বিক্রয় হচ্ছে ডিম, দুধ, গরুর মাংস। ডিম দুধ পেয়ে ক্রেতা খুশি হলেও গরুর মাংসের দামে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি পার্শ্ববর্তী অন্যান্য উপজেলায় গরুর মাংস ৬৫০ টাকা হলেও এখানে ৬৯০ টাকা করে রাখা হচ্ছে।
সুলভ মূল্যের হাটের উদ্বোধন শেষে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন, অন্যান্য দেশে আমরা দেখি যে ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবের সময় ব্যবসায়ীরা স্বল্পমূল্যে পণ্য ও সেবা দিতে চেষ্টা করেন কিন্তু আমাদের দেশে দেখা যায় ভিন্ন চিত্র। কখনো কখনো অহেতুক দাম কিছুটা বেড়ে যায়। সিয়াম সাধনার পাশাপাশি এই পবিত্র মাসে নৈতিকতার বিষয়েও আমাদের ভাবা উচিত।
তিনি আরো বলেন সুলভ মূল্যের হাটে প্রতি কেজি গরুর মাংস ৬৯০ টাকা, ডিমের হালি ৩৫ টাকা ও দুধ ৭০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। উদ্বোধনের পরপরই সুলভ মূল্যের হাট থেকে পণ্য ক্রয় করতে স্বল্প আয় ও মধ্যবিত্ত পরিবারের লোকজন ভিড় করেন। তবে দুধ ও ডিমের দাম নিয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করলেও গরুর মাংসের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ক্রেতা। তাদের অভিযোগ, ‘ময়মনসিংহ শহর ও আশেপাশের উপজেলায় সুলভ মূল্যের হাটে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্ত আমাদের গৌরীপুরের সুলভ মূল্যের হাটে এক কেজি গরুর মাংসের দাম ৬৯০ টাকা রাখা হচ্ছে।
গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শিহাব উদ্দিন বলেন, অন্যান্য উপজেলায় সুলভ মূল্যের হাটে ভর্তুকি দিয়ে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা কোন ভর্তুকি দিচ্ছি না। খামারিরা যেন লাভবান হয় সেজন্য গরুর মাংস ৬৯০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ##