ষ্টাফ রিপোর্টারঃ সিলেট বিভাগে বিক্রি না হওয়ায় কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। ফলে বড় ক্ষতির মুখে পড়েছেন চামড়া ব্যবসায়ীরা। এ অবস্থায় সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে কোরবানির পশুর চামড়া এনে সিলেট নগরের আম্বরখানায় এলাকায় উন্মুক্তভাবে ফেলে রাখা হয়েছে। ফলে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায়। সেই সঙ্গে আশপাশের লোকজন পড়েছেন বিপাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরিনের জায়গা রয়েছে আম্বরখানায় এলাকায়। রাতের আঁধারে জগন্নাথপুর থেকে চামড়াগুলো এনে সেখানে ফেলেছেন তিনি। অপরিকল্পিতভাবে ছয় শতাধিক চামড়া ফেলে রাখায় রোববার সকাল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ে পুরো এলাকাবাসী। দুপুরে সিলেট সিটি করপোরেশন অভিযান চালিয়ে চামড়াগুলো অপসারণ করে।
সিসিকের কর্মকর্তারা জানান, শনিবার রাতে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক ছয় শতাধিক চামড়া জগন্নাথপুর থেকে এনে আম্বরখানা এলাকার ওই খোলা জায়গায় ফেলে যান। সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়টি স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীকে জানান এলাকাবাসী। পরে কাউন্সিলরসহ স্থানীয়রা সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে জানালে মেয়রের নেতৃত্বে অভিযান চালিয়ে চামড়াগুলো সরিয়ে নেয়া হয়।
অভিযানকালে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা চামড়াগুলো সরিয়ে ট্রাকযোগে ডাম্পিং ইয়ার্ডে নিয়ে যান। সেখানে নিয়ে চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। চামড়া ডাম্পিং করে রাখা চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র।