ষ্টাফ রিপোর্টারঃ ৪ জুলাই মাওহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের করোনা নেগেটিভ ফলাফল আসার পর পূনরায় করোনা মুক্ত হল গৌরীপুর উপজেলা।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ও উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ডা.মুহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন উপজেলায় মোট ২১ জন করোনা আক্রান্ত রোগীর সকলেই এখন সুুুুস্থ। যে কারনে এক অর্থে এ মুুহূর্তে গৌরীপুরকে করোনা মুুুুক্ত উপজেলা বলা যায়। তবে সর্বমোট ৪২১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনও ২৫ টি নমুনার ফলাফল পাওয়া যায়নি বলে তিনি জানান।
গৌরীপুর উপজেলার সর্বশেষ তথ্য ০৪ .০৮.২০২০ তারিখে কোভিড-১৯ আপডেট:-
(১) পৌরসভা-০২ (সুস্থ )
(২) মৈলাকান্দা -০১ (সুস্থ)
(৩) গৌরীপুর -০০ (৪) অচিন্তপুর -০০
(৫) মাওহা-০১(সুস্থ)
(৬) সহনাটি -০৪ (সুস্থ ) (৭) বোকাইনগর -০০ (৮) রামগোপালপুর -০৬ (সুস্থ )
(৯) ডৌহাখলা -০৬ (সুস্থ ) (১০) ভাংনামারী -০০
(১১) সিধলা-০১ (সুস্থ)
সুত্রঃ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গৌরীপুর, ময়মনসিংহ।
People Reached