চট্টগ্রাম বন্দর হয়ে ত্রিপুরায় ভারতের পণ্য পরিবহন শুরু

admin / ৭৫ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

বাংলাদেশের চট্টগ্রাম নৌবন্দরের মাধ্যমে কলকাতা থেকে পণ্যবাহী জাহাজযোগে ভারতের ত্রিপুরা রাজ্যে পণ্য পরিবহন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলকাতা বন্দর থেকে (বর্তমানে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর) প্রথম কনটেইনারবাহী এমভি সেঁজুতি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু করেছে।

ভারত-বাংলাদেশ প্রটোকল রুটের মাধ্যমে কলকাতা থেকে চট্টগ্রাম বন্দর হয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরার উদ্দেশে প্রথম পণ্যবাহী এই জাহাজ যাত্রা শুরু করে। এদিন এই নৌপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় জাহাজ চলাচলমন্ত্রী মনসুখ মান্ডব্য। দিল্লিতে নিজ দপ্তরের ভার্চ্যুয়াল মঞ্চ থেকে সবুজ পতাকা নেড়ে এই ট্রানজিট কার্গো বাণিজ্যের সূচনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রণালয়ের সচিব সঞ্জীব রঞ্জনসহ পদস্থ কর্মকর্তারা।

এ উপলক্ষে কলকাতা পোর্ট বা শ্যামাপ্রসাদ বন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমারসহ এই বন্দরের পদস্থ কর্মকর্তারা।

এর আগে গত বছরের ৫ অক্টোবর দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রীদের বৈঠকে এ-সংক্রান্ত একটি এসওপি সই হয়েছিল। সেই চুক্তি অনুয়ায়ী গতকাল থেকে শুরু হলো ভারতের উত্তর-পূর্ব রাজ্যের সঙ্গে কলকাতার পণ্য পরিবহন। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম বন্দর থেকে এই পণ্য সড়কপথে ভারত-বাংলাদেশের আখাউড়া-আগরতলা স্থলবন্দর হয়ে পৌঁছাবে ত্রিপুরা ও আসাম রাজ্যে। এতে কলকাতা থেকে ত্রিপুরা ও আসাম রাজ্যে ভারতীয় পণ্য পৌঁছাতে সময় ও খরচ কমবে।

মনসুখ মান্ডব্য বলেন, এই নৌপথের সূচনার মধ্য দিয়ে দুই দেশের কাছে এক নবদিগন্তের সূচনা হলো। এতে একদিকে যেমন ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহন দ্রুত হবে, তেমনি দুই দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। আর্থিক দিক দিয়ে দুই দেশেই লাভবান হবে।

এই নতুন পথে পণ্য পরিবহন শুরু হওয়ায় কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার বলেছেন, এতে করে ভারতের উত্তর-পূর্ব রাজ্যের পণ্য পরিবহন সহজ হওয়ার সঙ্গে ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত হবে। বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশ আরও কাছাকাছি আসবে।

গতকাল উদ্বোধনী কনটেইনারবাহী জাহাজ এমভি সেঁজুতিতে পাঠানো হয় ত্রিপুরার জন্য টিএমটি বার এবং আসামের করিমগঞ্জের জন্য ডাল।

Source : Prothom Alo


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর