রাম মন্দিরের পর আকাশ উচ্চতার হনুমান মন্দির নির্মাণের প্রস্তুতি ভারতের

juel / ৯৮ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

ভারতের অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপনের পর এবার কর্নাটকের হাম্পিতে তৈরি হল হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এখন এই ট্রাস্ট ঘোষণা করেছে রামের যেমন মূর্তি হবে অযোধ্যায়, তেমনই কর্ণাটকের হাম্পিতেও হবে হনুমানের আকাশছোঁয়া মূর্তি।

হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, হাম্পিতে যে মূর্তি তৈরি হবে, তার উচ্চতা হবে ২১৫ মিটার।  জানা গিয়েছে, হনুমানের মূর্তিটি তৈরি হতে সময় লাগবে আনুমানিক ৬ বছর। আকাশছোঁয়া সেই মূর্তি তৈরি করতে খরচ পড়বে অন্তত ১২০০ কোটি রুপী!জানা গেছে  কর্নাটক সরকারও এই হনুমান মূর্তি তৈরির কিছুটা ব্যয়ভার বহন করবে, বাকি টাকা অনুদান হিসেবে সংগ্রহ করবে ট্রাস্ট। এই ট্রাস্টই মূর্তির যাবতীয় দায়িত্বে থাকবে। এমনকী অর্থ তুলতে সারা ভারতজুড়ে হনুমান রথ যাত্রা করা হবে বলেও জানানো হয়েছে। সরকারের কাছে এই সংক্রান্ত প্রস্তাবও পাঠানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর