ভারতের কেরালায় ২শ’ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের বিমানটি কেরালার কুচহিকোদে বিমান বন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
সুত্র জানায় অবতরনের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে কেরলের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে। প্রাথমিক ভাবে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৪০ জন।
দুবাই থেকে কোঝিকোড় আসছিল এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমানটি। বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন। কারুপুর বিমানবন্দরে নামার সময় চাকা পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুল্যান্স এবং দমকলবাহিনী গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।
এক বিবৃতিতে ডায়রেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বিমানের চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।