আজ সাবেক সাংসদ নজরুল ইসলাম সরকারের ২৮তম মৃত্যুবার্ষিকী

admin / ৮৪ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০


কমল সরকার, : আজ ৮ আগষ্ট গৌরীপুর থেকে নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকারের ২৮তম মৃত্যু বার্ষিকী ।

তিনি ১৯৯১সনে আওয়ামী লীগ এর টিকিটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদ অধিবেশন শেষে মোটর সাইকেল যোগে ঢাকা থেকে গৌরীপুরে আসার পথে ১৯৯২সনের এই দিনে ময়মনসিংহ-ঢাকা সড়কের তুলা উন্নয়ন বোর্ডের সামনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা যান। তিনি পোষ্ট মাস্টার থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন। পরবর্তিতে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করেন। সংস্কৃতিমনা নাট্যব্যক্তিত্ব নজরুল ইসলাম সরকার অল্পদিনে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ১৯৯১ সনে এমপি নিার্বাচিত হোন।

সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য ও সাধারন সম্পাদক মোশাররফ হোসেন জানান, সাবেক এমপি’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে সহনাটি দলীয় কার্যালয়ে কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা, কবর জিয়ারত ও কবরে পুষ্পমাল্য অর্পনের কর্মসূচী গ্রহন করা হয়েছে।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়াও মরহুম এমপি’র পরিবারের পক্ষ থেকেও নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর