ভালুকায় সড়ক দূর্ঘটনায় শিশু নারীসহ ৬জন নিহত

juel / ১০৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় সড়ক দূর্ঘটনায় ৬জন নিহত হয়েছে। আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে মর্মান্তিক এ দূূূূূর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকারের যাত্রীরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার রদ্দৌপুর গ্রামের আ. করিমের স্ত্রী হাসিনা আক্তার (৩০), হাসিনার শিশু ছেলে হাসিবুল (৪), মৃত আ. মান্নানের স্ত্রী জান্নাতী বেগম (৬০), হযরত আলীর মেয়ে নাজমা বেগম (২৬), ত্রিশাল উপজেলার ধরিরামপুরের আ. সালামের ছেলে বিল্লাল হোসেন(৪৯) ও ড্রাইভার মোহাম্মদ আলীর ছেলে মনির হোসেন (৩০)।

দূর্ঘটনার খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ প্রাইভেটকারটির বিভিন্ন অংশ কেটে একঘন্টা চেষ্টা করে নিহতদের লাশ উদ্ধার করেন। উদ্ধার কাজ করার কারনে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের এক পাশে প্রায় ২ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী আসিফ আলী শেখ জানান, ‘ইমাম পরিবহনের বাসটি অনেক দ্রুত গতিতে আসতেছিলো, প্রাইভেটকারটি ইউটার্ণ নেওয়ার সময় বাসের সামনে দিয়ে ভিতরে ডুকে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। ’

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেটকারের ছয় যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্থান্তর করি। আহত পনের জনকে ভালুকা সরকারী হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস। সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় ইউটার্ন নেয়ার সময় বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ছয়জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২জন শিশু, ২জন নারী ও ২জন পুরুষ রয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর