নান্দাইলে১কেজি গাঁজা উদ্ধার;৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

juel / ৮৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

নান্দাইল প্রতিনিধি :

উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় এক নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সূরের নেতৃত্বে অভিযানে উপজেলার সিংরইল ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের হাকিম মিয়া (৩৫) ও সেকুল মিয়া (৪০) এবং রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামের হাসনা বেগমকে (৩৫) আটক করে। পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম এরশাদ উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাসনা বেগমকে ৬ মাস জেল ও ৫ হাজার টাকা, হাকিমকে ১৫ দিন জেল ও ৫ হাজার টাকা, সেকুলকে ১ মাস জেল ও ৫ হাজার টাকা জরিমানা করে। এসময় তাদের ময়মনসিংহ জেল হাজতে পাঠিয়ে উদ্ধারকৃত গাঁজা জনসম্মুখে পোড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর