তিলক রায় টুলু
নেত্রকোনায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংর্ঘষে আবুল হাসেম (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। গতকাল রাত ১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত আবুল হাসেম সদর উপজেলার বাংলা ইউনিয়নের ধীতপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৫ আগস্ট) নেত্রকোনা সদর উপজেলার ধতিপুর গ্রামের অবুল হাসেম ও আব্দুল মতিনের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ সুত্রে জানাযায় ধীতপুর গ্রামের আবুল হাসেম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল । এরই জের ধরে মঙ্গলবার বিকালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে আবুল হাসেম গুরুতর আহত হয়। আহত আবুল হাসেম কে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টার দিকে সে মারা যায়।
নেত্রকোনা সদর থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।