দেড় মাস পর আবারও আপাতত করোনামুক্ত গৌরীপুর উপজেলা

juel / ১১১ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০


ষ্টাফ রিপোর্টারঃ
দেড় মাস পর আজ থেকে আবার আপাতত করোনা মুক্ত হল গৌরীপুর উপজেলা। উপজেলায় বিভিন্ন সময়ে কভিড-১৯ আক্রান্ত ২৩ জন রোগীর মধ্যে আজ(২৮ আগষ্ট) সর্বশেষ আক্রান্ত রোগীটি সুস্থ হয়ে যাওয়ায় আপাতত গৌরীপুর করোনা মুক্ত বলে জানিয়েছে উপজেলা কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। তবে করোনার ২য় ওয়েভ আক্রমনের সম্ভাবনা থাকায় সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি। গত ৪ জুলাই মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন করোনা মুক্ত হবার পর সে সময়ও করোনা মুক্ত হয়েছিল গৌরীপুর, তবে তা স্থায়িত্ব ছিল মাত্র কয়েক দিন।
উল্লেখ ২৮ আগষ্ট পর্যন্ত গৌরীপুর উপজেলায় সর্বমোট ৪শত ২৫ টি নমুনা পরীক্ষার বিপরীতে ৪শতটি নমুনার ফলাফলে ২৩ টি করোনা পজেটিভ সনাক্ত করা হয়েছিল। বাকী ২৫ টি নমুনা পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি বলে ডা.মোহাম্মদ রবিউল ইসলাম রাজ গৌরীপুরকে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গৌরীপুর, ময়মনসিংহ কতৃক প্রকাশিত আজ সর্বশেষ
(২৮.০৮.২০২০ তারিখে) কোভিড-১৯ আপডেট:-

  • মোট নমুনা সংগ্রহ: ৪২৫ টি
  • নমুনা পরীক্ষা করা হয়েছে: ৪০০ টি
  • কোভিড -১৯ পজিটিভ মোট রোগী: ২৩ জন
  • বর্তমানে হোম আইসোলেশনে : ০০
  • হাসপাতালে আইসোলেশনে : ০০
  • আইসোলেশন থেকে মুক্ত: ২৩ জন (আজকের ১জন ছাড়পত্র প্রাপ্তসহ)
  • মৃত্যু: ০০

ইউনিয়ন ভিত্তিক কোভিড -১৯ রোগী:

(১) পৌরসভা-০৪ (সুস্থ )
(২) মইলাকান্দা -০১ (সুস্থ)
(৩) গৌরীপুর -০০ (৪) অচিন্তপুর -০০
(৫) মাওহা-০১(সুস্থ)
(৬) সহনাটি -০৪ (সুস্থ )
(৭) বোকাইনগর -০০ (৮) রামগোপালপুর -০৬ (সুস্থ )
(৯) ডৌহাখলা -০৬ (সুস্থ ) (১০) ভাংনামারী -০০
(১১) সিধলা-০১ (সুস্থ)

People Reached


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর