ত্রিশালে ট্রাকে থেকে ৫শত ৮৫ বোতল ফেন্সিডিল এবং ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১৪

juel / ৯৯ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

প্রেসবিজ্ঞপ্তি।
শনিবার রাত সাড়ে ৯ টায় র‌্যাব-১৪ এর সিপিএসসি, আকুয়া বাইপাস কর্তৃক ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন নারায়ণপুর গ্রামের বানার ব্রীজ সংলগ্ন এলাকায় ট্রাকে লুকিয়ে পরিবহনকালে ৫৮৫ বোতল ফেন্সিডিল এবং ২৭ কেজি গাঁজা উদ্ধার ও ২ মাদক ব্যবসায়ী আটক।

র‌্যাব ১৪ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, প্রতারণা, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট ২০২০ ইং তারিখ ২১.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন নারায়ণপুর গ্রামের বানার ব্রীজ সংলগ্ন মিনিস্টার হাইটেক পার্ক ইন্ড্রাস্টিস এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করেন। আভিযানিক দল গাড়ী তল্লাশীকালে পূর্বে সংবাদ প্রাপ্ত সন্দিগ্ধ ট্রাকের চালককে গাড়ী থামানোর সংকেত দিলে উক্ত ট্রাকের চালক ট্রাকটি চেকপোস্ট এর নিকট থামালে আসামী ১। মোঃ সামিউল ইসলাম (২৭) (চালক), পিতা- মোঃ মন্টু মিয়া, সাং- উত্তর ধুমাইটারী, ২। মোঃ আতিকুর রহমান (২০) (হেলপার), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- তারাপুর, উভয় থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধাদ্বয়কে সন্দেহজনকভাবে আটক করা হয়। অতঃপর উপস্থিত আটককৃত আসামীদ্বয়ের দখলে থাকা ০১ টি ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট ১৬-৮৭৮০ তল্লাশী করে আটককৃত আসামীদ্বয়ের দেখানো মতে জব্দকৃত ট্রাক এর পিছনে বডিতে লুকিয়ে রাখা ৫৮৫ বোতল ফেন্সিডিল এবং ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর