ঈশ্বরগঞ্জে সোয়া ২৫ কোটি টাকার ৪০টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন

juel / ৯৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কতৃক বাস্তবায়িত সোয়া ২৫ কোটি টাকার ৪০টি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে প্রকল্পগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম। পরে পরিষদের হলরুমে গ্রামীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন অনুষ্ঠান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফখরুল ইমাম, আলোচনা পর্বে ভিডিও কনফারেন্সে যুক্ত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ,কে,এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার পলি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আঃ হেকিম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা বৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর