সাংবাদিক নোমানের উপর হামলাকারিদের শাস্তির দাবিতে ৮ সাংবাদিক সংগঠনের স্মারকলিপি

juel / ৯৪ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ সাংবাদিক নোমানের ওপর হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতাসহ সর্বসাধারণের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আজ বিকেলে মচিমহা’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর মহোদয়ের নিকট ময়মনসিংহ প্রেসক্লাবসহ ৮টি সাংবাদিক সংগঠনের পক্ষে স্মারকলিপি তুলে দেয়া হয়।

এসময় মচিমহার উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার, সহকারি পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন খান, ডা. জাকিউল ইসলাম ও ডা. ছাইফুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বৈঠককালে হাসপাতাল কর্তৃপক্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ মাহফুজুর রহমান নোমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে পেশাগত কাজে বাঁধা প্রদান ও হেনস্থা করায় দূঃখ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়ে নাজেহালকারিদের শাস্তির আশ্বাস দেন।

বৈঠকে এবং এর আগে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত যৌথ সভায় সাধারন সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট অ্যাসোসিয়েশন সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন, সাংবাদিক বহুমুখি সমবায় সমিতি, সাংবাদিক ক্রীড়া চক্রের সভাপতি নিয়ামুল কবীর সজল, নিউজ চ্যানেল জার্ণালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক হোসাইন শাহীদ ও ইয়ুথ জার্ণালিস্ট ফোরাম বাংলাদেশ এর সভাপতি রাকিবুল হাসান রুবেল, আরটিভির বিপ্লব বসাক, চ্যানেল২৪ এর সুলতান মাহমুদ কনিক, দেশ টিভির ইলিয়াস আহমেদ, মোহনা টিভির মাহমুদুল হাসান মিলন, প্রথম আলোর জগলুল পাশা রুশো, বিটিভির জাহানুল করিম শিমুলসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ একাধিক যৌথ সভায় সাংবাদিক হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, গত সোমবার (৩১ আগস্ট) সকালে বেসরকারি টেলিভিশন ‘নিউজ টোয়েন্টিফোর’ চ্যানেলের পূর্ব নির্ধারিত অ্যাসাইনম্যান্ট অনুযায়ী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা ভবনের বহিঃবিভাগের বাইরে পানির ফোয়ারার সামনে থেকে ‘সরাসরি’ সম্প্রচার করার সময় দুই সন্ত্রাসী আবুল কালাম আজাদ ও আরিফুল ইসলাম সিফাত ঘটনাস্থলে এসে সাংবাদিক সৈয়দ মাহফুজুর রহমান নোমান ও ক্যামেরা পারসন শৈবাল দাসকে হেনস্থা করে। সন্ত্রাসীরা হাসপাতালের আউটসোসিং এর লোক পরিচয় দিয়ে ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করে। হামলাকারিরা সাংবাদিক নোমানকে দেড় ঘণ্টার বেশি আটকে রাখে এবং মারধর করতে উদ্যত হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর