নান্দাইল প্রতিনিধিঃ শনিবার (৫ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ বাল্যবিয়েটি বন্ধ করেন এবং নির্ধারিত বয়সের পূর্বে বিয়ে দিবেনা অঙ্গীকারপূর্বক অভিভাবকের কাছে থেকে একটি মুচলেকা নেন।
জানা যায়, গোপনে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের খরিয়া গ্রামের নবী হোসেনের মেয়ে তাসলিমা আক্তারের বিয়ের আয়োজন করে তার পরিবার। বর পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আঃ মন্নাছের ছেলে নাঈম মিয়া।
গোপনীয়তা বজায় রেখে বরপক্ষও চলে আসে কনের বাড়ি। মোবাইলে ৯৯৯ কলের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নান্দাইল মডেল থানার এসআই আসাদুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে ঘটনাস্থলে উপস্হিত হয়ে অভিযোগের সত্যতা পান। পরে বর-কনেকে থানায় নিয়ে আসা হয়।
শনিবার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিয়েটি পণ্ড করে
বাল্যবিয়ের অভিশাপ থেকে ১২ বছরের মেয়ে তাসলিমাকে রক্ষা করলো।