গৌরীপুরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে লাগতে পারে ২ থেকে ৭ দিন

juel / ১০১ দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

ইকবাল হোসেন জুয়েল;

মঙ্গলবার  দুপুরে ময়মনসিংহের কেওয়াটখালিস্থ পিডিপির ১৩২/১৩৩ গ্রিড উপকেন্দ্রে  ভয়াবহ অগ্নিকান্ডে গৌরীপুর লাইনের মেইন ব্রেকার ও আন্ডারগ্রাউন্ড  ক্যাবল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারনে মঙ্গলবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে ময়মনসিংহের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে স্বল্প পরিসরে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হলেও গৌরীপুরে এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি বিপিডিবি।
গৌরীপুরের আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কুন্ড জানান অগ্নিকাণ্ডের পর ঢাকা থেকে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষয়ক্ষতি পর্যালোচনার  পর জরুরী ভিত্তিতে একটি ইউনিট চালু করে হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বল্প পরিমাণ বিদ্যুৎ সরবরাহ  চালু করতে সক্ষম হন৷ পরবর্তীতে গৌরীপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করলে তারা দেখতে পান অগ্নিকাণ্ডের ফলে গৌরীপুরের বিদ্যুৎ সরবরাহ লাইন চালু করার মূল ব্রেকারটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে অকার্যকর হয়ে পড়েছে৷ এসময় প্রকৌশলীরা বিকল্প ব্যবস্থায় ব্রেকার চালুর চেষ্টা করার সময় সরবরাহ লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবল ক্ষতিগ্রস্ত দেখতে পান। এ অবস্থায় বাইপাস সংযোগের মাধ্যমে সরবরাহ লাইন চালু করার চেষ্টা করেও তারা ব্যর্থ হন। এমন অবস্থায় মাঝরাত পর্যন্ত বারবার গৌরীপুরের সরবরাহ লাইন চালুর জন্য একের পর এক বিকল্প প্রক্রিয়ায় চেষ্টা করেও তারা সফল হতে পারেনি। বুধবার সকাল থেকে সরবরাহ লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবল মাটির নীচ থেকে উত্তোলনের পর ক্রটি চিহ্নিত করে সংস্কারের বা পুনঃস্থাপনের পর পুনরায় গৌরীপুর সরবরাহ লাইন চালুর চেষ্টা করা হবে বলে আবাসিক প্রকৌশলী জানান৷
তবে গৌরীপুর সরবরাহ লাইন ত্রুটিমুক্ত করা হলেও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রের ২ টি ট্রান্সফরমারের ক্ষয়ক্ষতি পর্যালোচনার পর প্রয়োজনীয় মেরামতের পূর্বে ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবার সম্ভাবণা প্রায় নেই বলে জানান বিপিডিবির গুরুত্বপূর্ণ এক কর্মকর্তা। এ ক্ষেত্রে গৌরীপুরসহ এ অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে নূন্যতম ২ দিন থেকে ১ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর