ষ্টাফ রিপোর্টার ;আজ সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ কেওয়াটখালী বিদ্যুৎ উপকেন্দ্রে আবারও অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ উপকেন্দ্রের ৩ টি ট্রান্সফরমারের মধ্যে ২ টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল,যা এখনও পুনঃস্থাপন করা যায়নি।অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া বাকী একমাত্র ট্রান্সফরমারটি দিয়ে ময়মনসিংহ অঞ্চলে রেশনিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল,আজকের অগ্নিকাণ্ডের ফলে সেটাও বন্ধ হয়ে গেল।
গৌরীপুর আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কুন্ড জানান সর্বশেষে ট্রান্সফরমারটিও পুড়ে যাবার কারনে ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বড় রকম বিপর্যয়ে মুখে পড়ছে। কবে কখন বা কতক্ষণ পর বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে তা সম্পূর্ণ অনিশ্চিত। ঢাকা থেকে উচ্চ পদস্থ বিশেষজ্ঞ টিম রওয়ানা হয়েছে,তারা এসে ক্ষয়ক্ষতি নিরুপনের আগে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানান।